আমরা উভয়েই এখন আর উভয়ের
মুখোমুখি হওয়ার সাহস পাইনা, নাকি সুযোগ...
ঠিক বুঝেও ওঠতে পারিনা
কাঁচা আমে ঢিল ছুড়ার অভ্যেসটা নাহয়
বাল্যবেলার মলাটে মুড়িয়ে নিলাম। তবুও
দূর থেকে দূরান্তের আন্তরিক গভীরতায়
আমি বরাবরই প্রতারিত। কেন জানিনা
গোধূলির সময়টা আমায় বড় ভয় পাইয়ে দেয়
ভাবছি কখনো যদি একান্তে সাক্ষাৎ পাই
একটি গাঢ় চুম্বন এঁকে দেবো রক্তিম কপালে।
আমার দু'হাতের রেখায় কোথাও কোন মিল নেই
জ্যোতিষীর ছানি পড়া চোখে ব্যস্ততার মহা ধুম আজ
ভাঙা পিচে বৃষ্টির জমা জল আটকে রাখে তোমায়
অথচ বাম ভ্রুয়ের সোনালি পিয়ারসিঙে
লেগে আছে একুশ শতকের আধুনিকতা।
আগামী ভোরে নাকি একটি বেনামি চিঠি আমার হাতে পৌঁছবে
                                        আমি বিশ্বাস করিনা
যদিও কুড়ি শতকের শেষভাগে আমার
ঠিকানাহীন চিঠি লেখার দারুণ শখ ছিল।
---------------
০৯|০৬|২০১৫
©জুয়েল