জানো, রোজ ন'টা- দু'টোর ঘড়ির কাঁটায়
দৃষ্টিরেখা মাপি আমি,
আটকে রাখা পথের দাবি মিটিয়ে দেয়ার সাধ্য কই?
তুমি তখন বাষ্প চড়ে দৃষ্টিদোষের মন্ত্র জপো
মুক্তমনার শব্দে যখন গরল ঢেউয়ের উপচে পড়া
বোধরাজ্যের ইচ্ছেগুলো আঙুল চুষার বয়স খুঁজে
নষ্ট পথের অন্ধ গলি, তোমার চিত্তদেশের চোরাস্রোত
বিজন পথে গল্প কেবল অংশকালীন মৃত্যু ডাকে।
এন্ড্রয়েডের যোগল সেলফি মুছে ফেলার তাগিদ বাড়ুক
সময়; অবাধ্যতার হিসেব রাখিস, স্মৃতি আমার ঝরে পড়া।
---------
১৭/০৫/২০১৫
© জুয়েল