বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে পার্থক্য কতটা?
হয়তো আমার আমিকে কেবল আমিই জানি
প্রত্যেক মানুষেরই একটা আলাদা পৃথিবী আছে
অন্ধকার নেমে এলে আলোর পরিচিতি মেলে
মুখ মুখোশের দ্বন্দ্বময়তা জটিলতারই তীর্থভূমি
বিজ্ঞাপনের পণ্যদ্রব্য বোধরাজ্যে জায়গা কেনে
সময় আমার পথের দাবি, স্মৃতিগুলো সব গোলমেলে
হৃদয়ের আকার মাপলো কারা? স্পন্দনই হোক মুক্তশ্বাস।
কলম যখন হারিয়ে যায়, তাড়া দেয় আমায় অনুভূতিরা
সব কথা কি আর শব্দ হয়, কিছুটা নাহয় এলোমেলো থাক।
-------------
২৬/০৫/২০১৫
©জুয়েল