সত্যি, সূর্যের নিজস্ব কোন কক্ষপথ নেই?
তারপরও উদয়াস্তে সময় গুনে যাচ্ছি আমরা!
এলিয়েনের পদাঘাতে কোন শব্দের অবকাশ নেই
রিখটারস্কেল মাপছেনা আর ভূমিকম্পের মাত্রা
যারা জিততে অভ্যস্ত তাদের হেরে যাওয়াটা বড় কঠিন
বারমুডা ত্রিকোণই জানিয়েছে পৃথিবীকে ভোগের স্বাদ
ফুলে সুবাস ছড়ানো মোটেই তোমার দায়িত্ব নয়,
বুঝতে পারোনি? বসন্তে খরা নামিয়েছ তুমি নিজেই।
হালকা বাতাসে খসে পড়ছে পোশাকি পরিচয়!!
এখনই শক্ত গিঁটের বন্দোবস্ত অপরিহার্য তোমার।
হিংসার আগুন বিকৃত করে দিচ্ছে মুখের আকার
তবুও তুমি শুধু খুঁজে বেড়াচ্ছ চেনা তিলের অবস্থান!
রচনা--- ০৫/০১/২০১৫ইং
© জুয়েল