ক্রুশের পেরেকে তীক্ষ্ণতা কমে গেছে
মুখোশে চেহারা পাল্টালেও বদলায়নি সত্তা
নষ্ট ডিমের জীর্ণ খোলস পড়ে আছে রাস্তাজুড়ে
শীতের ভোরে কুয়াশার কোন আদর নেই
পুকুরের গভীর ফাটলে জমে আছে বিদীর্ণ শুষ্কতা
মাটির ক্ষুধা কখনও মিটতে দেখিনি আমি
উড়ন্ত চুমুগুলো লোফে নিতে বাড়ছে শুধু কাড়াকাড়ি
বাতাসে অক্সিজেনের আশঙ্কাজনক উপস্থিতি
যদিও আকাশে ওঠার কোন সিঁড়ি নেই।
গণতন্ত্র মানে শুধুই বলবানের ভোটাধিকার?
তুষের আগুন দ্রুত না ছড়ালেও পুরোটা পুড়াবেই,
তবুও সময়ের খরস্রোতে আমি গা ভাসাতে পারিনা।


রচনা--- ০১/০১/২০১৫ইং
© জুয়েল।