দিনগুলো দিন দিন করে পুরনো ক্যালেন্ডারকে
ছাপিয়ে যেতে প্রস্তুতপ্রায়।
এখন ঘড়ির কাঁটায় উল্টো সময় গুনছে কেবল  
টানা বছরকালের ইংরাজি ভারে চাপা পড়া দেয়াল।
চারপাশে সাজোসাজো রব,
ক্ষুধার্ত ঘুম বড় অসহায়, ছুটে বেড়াচ্ছে এচোখ ওচোখ
পানশালায় বাড়ছে ভিড়, নিয়নের আলোয় দুরন্ত গতি
দামি দামি মদের সাথে বিরিয়ানি সাজাচ্ছে টেবিল
খুশির জোয়ার বইছে ওয়েটারের চোখে-ঠোঁটে
টিপগুলো আজ বেহিসাবি, দ্বিগুণ কিংবা তারচেয়েও বেশি
ফেসবুক, টুইটার, হোয়াটস-অ্যাপে যুদ্ধকালীন ব্যস্ততা
রাত বারোটা বাজতেই কান ফাটা শব্দের সশস্ত্র মিছিল  
বারুদের পুড়া ঘ্রাণ, ফানুসে তাজা আগুনের ঝলকানি
শ্যাম্পেইনের উপচে পড়া ফেনায় মাখোমাখো অভ্যর্থনা
দেয়াল থেকে দেয়ালে প্রতিধ্বনিত ন্যাকা ন্যাকা গানের কলি
নেশাতুর শরীরে ভারসাম্যহীন উন্মত্ত নাচের বাড়বাড়ন্ত।
বর্ষবরণের আয়োজনে সীমাহীন আমোদপ্রমোদ।

সময়েরা এগিয়ে যেতেই ঝুলিয়ে দিয়েছি দেয়ালে ক্যালেন্ডার
এবার দিনগুনা শুরু নতুন করে। সব্বাইকে নববর্ষের শুভেচ্ছা।
আদৌ এতসব আয়োজনের কোন প্রয়োজন ছিল কিনা কে জানে?


রচনা--- ৩১/১২/২০১৪ইং
© জুয়েল।