আজকাল খবরের কাগজ হাতে নিতে বড় ভয় হয়
প্রায়ই আমি সত্য-মিথ্যে যাচাই করতে পারিনা...
পাতার পর পাতা কি সব অদ্ভুত বর্ণেরা
বসে থাকে পাশাপাশি,শব্দ-বাক্যের মায়াচক্র শুধু
বিজ্ঞাপন কেড়ে নেয় মায়োপিয়াহীন চোখের দৃষ্টিও!

ধর্ষণ কাণ্ডের খবর গুলো আর উচ্চারণের সাহস পাচ্ছিনা
প্রেমিক, বন্ধু কিংবা সহকর্মীদের লালসা কেবল বাড়ছেই!
ভারি করছে প্রতিদিন বাতাস ধর্ষিতার অসহায় চিৎকার।
আমার প্রতিবাদী ভাষা আজ বিপন্ন প্রায়.....
লজ্জায় চোখদ্বয় পথ হারিয়েছে, তাই স্বেচ্ছায় গৃহবন্দী আমি।
বৃথা মোমবাতির অপচয়ে কি লাভ বলো?

দ্বিপদী নরপিশাচদের রক্তপ্রিয়তা আর বারুদের রং,
তথাকথিত নেতাদের হাস্যকর মন্তব্যের বাড়বাড়ন্ত,
লাস্যময়ী নায়িকার আপত্তিকর আকর্ষক ছবি,
সাদাকালো শহরের ভাঙা ফুটপাতে বায়সদের উৎপাত....
অনেক হয়েছে, আর নয়, আমি আর নিতে পারছিনা
তাই আজকাল খবরের কাগজ হাতে নিতে বড় ভয় পাই।



রচনা--- ২৭/১২/২০১৪ইং
© জুয়েল।