তোমার জরায়ুর ভেতর যে ভ্রুণ বেড়ে উঠছে
আমি ওকে জানি,
আমি কথা দিয়েছি ওকে একটা নতুন পৃথিবীর।
বুর্জ-আল খালিফার চূড়ায় বসে
আকাশকে খুব কাছে পেয়ে ওকে একটা
সজীববার্তা পাঠানোর লোভ সামলাতে পারিনি,
যা দিয়ে ওকে খুব সহজে ঘুম পাড়ানো যায়। কিন্তু
যতদিন যাচ্ছে ওর ঘুম কেবল হালকা হচ্ছে!
ঘুমেরা আর দৃষ্টির ব্যাঘাত করতে পারছেনা ততটা।
নদীগুলোতে নাব্যতা কমে ক্রমে জলস্ফীতি দেখা দিচ্ছে
মৃত মানুষদের জীবন্ত কঙ্কালগুলোকে
আটকে রেখে দিচ্ছে বালির বাঁধ
উন্নতির সিঁড়িগুলো ভাঙতে ভাঙতে আরেকটি ধাপ....
কিন্তু আর উপরে পা ফেলার জায়গা নেই
এবার নীচে নামার পালা
বল্কলীয় আদিম ধূসর সভ্যতায় ফিরে যাচ্ছে সময়
অভিমানী এক ফোঁটা অশ্রু আকাশ থেকে নামতে নামতে
মাটির স্পর্শ পায়নি আজো......
বড় চিন্তা হচ্ছে জীবনের এপ্রান্তে এসে
আমি কি আদৌ কথাটি রাখতে পারবো?
রচনা ---- ২৫/১২/২০১৪ইং
© জুয়েল