ধোঁয়াহীন আগুনে পুড়ছে একেরপর এক কুশপুতুল
বেশ কিছু অপকর্মের প্রতিবাদে..
জনসভায় দর্শকাসন থেকে কখনও কখনও
ছুটে আসছে ফুলের বদলে বিদ্রোহীর জুতো
পথের বাঁকে বাঁকে জনরোষের মুখে পড়ছে
কালচে কাঁচের ভিনদেশী বিলাসী গাড়ি!!
তবুও যানজট বাড়িয়ে এগোচ্ছে রাজপথে
নেতা আমলাদের দিকভ্রান্ত বিজয়মিছিল
ব্যক্তিত্বহীন অন্ধ সমর্থকদের উন্মাদনায়
স্থানে স্থানে আটকা পড়ছে
মুমূর্ষু রোগীর যন্ত্রণা কাতর দীর্ঘশ্বাস...
অগ্নিনির্বাপক বাহিনীর দুরন্ত গাড়ি, আর কিছু
নিরাপত্তা কর্মীদের অনিবার্য প্রয়োজন।

এতে আদৌ কারো কিছু যায় আসে?

তবুও নেতারা শুনাচ্ছেন কেবল উন্নয়নের খতিয়ান
এবং আরও কিছু অস্তিত্বহীন সোনালি প্রতিশ্রুতি।
তবুও হাত নেড়ে ভক্তদের অভিবাদন গ্রহন করছেন,
ইয়া বড় ফুলের মালা গলায় পরে সেলফি তুলছেন।
তবুও আত্মশ্লাঘা ও পরনিন্দায় পিছপা হচ্ছেননা
এ দেশের তথাকথিত দেশ সেবক সেবিকারা!

এভাবেই এগিয়ে যাচ্ছে সময়, আর
ক্রমে ক্রমে পিছিয়ে যাচ্ছে আমাদের দেশ।


রচনা ---- ২৪/১২/২০১৪ইং
© জুয়েল