মাত্র কুড়ি টাকায় কিনে নিলাম একরাশ নিরাপত্তা
এই তো সন্ধ্যে নামার পর
অণুশহর থেকে ঘরে ফেরার পথে;
তখন ধূলোগুলো মেখে আছি চোখেমুখে।
অনেকের সাথে থামতে হলো আমাদেরও,
মাঝরাস্তায় এক ক্ষুধার্ত লাঠির ইশারায়।
নিজেরই মোটরবাইকে দুজন চেপে...
শিরস্ত্রাণ ছিলনা মাথায়, নেই কারো
চালানোর অনুজ্ঞাপত্রও। মনে হলো
বড় বেকায়দায় ফেলে দিয়েছি নিজেকে নিজেই।
আসলে ইদানীং অন্যায়ে অভ্যস্ত আমারও বিবেক
আমিও যে দূষিত অক্সিজেনে বেঁচে আছি
চুপিসারে খাকি উর্দির হাতে
দু'প্যাকেট নাসির বিড়ির মূল্য ধরিয়ে দিতেই মুক্তি!
ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মিটে যাবে সবকিছু
বিশ্বাস করতেও কষ্ট হয়!
যদিও অবিশ্বাসের কোন অবকাশই নেই
এমনটা শুনেছিলাম শুধু,আজ বাস্তবতাকে ছুঁয়ে দেখেছি।
মাত্র কুড়ি টাকায় কিনে নিলাম আজ
অমূল্য জীবনের একরাশ নিরাপত্তা।
সত্যি, অবিশ্বাসের কোন অবকাশই নেই।
রচনা ---- ২৩/১২/২০১৪ইং
© জুয়েল