আমার আরও কিছু কথা বলার ছিল
কিন্তু বলা হয়ে ওঠেনি এখনও
হয়তো সুসময়ের অভাবে। জানিনা,
কেউ শুনবে কিনা আমায়, তবুও বলি....
কবিতারা আজ শুধু প্রেম করছে
ঠোঁটে ঠোঁট চেপে শীতের দুপুরে;
নদীতট কিংবা কোন বনোদ্যানে নয়
নীলচে কাঁচের বিলাসী কামরায়।
দিনান্তে বৃদ্ধাশ্রমে ঝরে পড়ছে অশ্রুরা;
"সন্ধ্যে নেমে এলো যে চারপাশে।
খোকা ঘরে ফিরল তো অফিস থেকে?"
"দু'কক্ষের ফ্ল্যাটবাড়ি, ক'জন থাকা যায় বলো?"
রাতভর পানশালায় যৌবন গিলছে চোখগুলো
একমুঠো টাকা কিনে নিচ্ছে কিছু উত্তপ্ত শরীর
ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে মানবতা বোধ।
"এ যে সময়ের আবদার, কি আর করা যায় বলো?"
অন্ধকার ঘনিয়ে আসছে অসময়ে!
জন্মদিনে জ্বলন্ত মোমবাতিগুলো
নিভিয়ে দিয়েছিলে তুমি, তাই না?
তারপরও কোন অনুতাপ নেই চোখেমুখে!!
ঝাঁজালো কাব্যের পাণ্ডুলিপিরা আজকাল
ঘুরপাক খাচ্ছে কেবল কবিদের ব্যাগে।
আমার আরও কিছু কথা বলার ছিল,
তুমি শুনবে? নাহয় কিছুটা সময় নষ্ট করে।
--------------
রচনা--- ২১/১২/২০১৪ইং
© জুয়েল