আমি বাস্তবতাকে দেখতে পেয়েছি স্বপ্নের খুব কাছাকাছি,
যেখানে ভিড় করে প্রতিদিন হাজারো স্বপ্নের  মৃত্যু মিছিল।
যেখানে দাঁড়িয়ে আমি প্রতিরাত পার করি ঘুমের নেশায়;
একটা ঊর্ণনাভ জালে আটকে পড়া জলফড়িং যেমন
শেষ সময়টুকু স্পর্শ করে চঞ্চল হৃদয়, আশ্চর্য এক উপলব্ধি।
নিদ্রার ফাঁকে বিবেকের কেনাবেচা, আর দু-একটা
প্রতারক হৃদয় নিত্য মেকি রূপের অহমিকায় ব্যস্ত।
একটা আকাশ খসে পড়ে আঙিনার মোড়ে
দু-চারটে তারা আমার ধার নেয়ার কথা ছিল;
আজও সে প্রস্তুতি বিন্দুমাত্র এগোয়নি!
আমার ঘরের চিলেকোঠার ঠিক বিপরীত বারান্দায়
আজ শুধু টবে ফুটে আছে দু-তিনটে টগর।
কথা ছিল তোমার দাঁড়িয়ে থাকার গোলাপ হয়ে,
ঠিক মুখোমুখি দু-জন দুজনার।
কথা ছিল তোমার বহুকাল জমা আবেগি উষ্ণতা মেলে দেয়ার
কথা ছিল তোমার অনিমেষ চোখে কাটিয়ে দেয়ার পুরোটা বিকেল।
কথা ছিল আরও কতকিছু, কথা ছিল কথা রাখবার।
কিন্তু.............. ওলটপালট সবকিছু।


© জুয়েল