শজারু পিঠের ঊর্ধ্বমুখী কাঁটায় গেঁথে আছে আজ নেংটো সভ্যতা!
রাত জেগে জেগে কালচে করে ফেলেছি দু চোখের নীচ, তাই
ভোরের কুয়াশা ভেজা রোদ আমায় ঘুম পাড়িয়ে যায় আদরে।

যেখানে সেখানে আটকে যাই প্রায়ই, নাম আছে শুধু খোলস পরে!!
পড়ে আছে অনাদরে ডায়েরীর পাতায় কিছু অনিন্দ্য প্রেমের কবিতা।
দেখেছি সেদিন গুবরেপোকার আপ্যায়ন স্থলপদ্মের পরিবর্তে।

শীতের দিনগুলো বেশ ছোট, দুপুরের পূর্বেই নেমে আসে সন্ধ্যে।
লেপমুড়ি দিয়ে চেপে যাই অনায়াসে ক্ষুদ্র ক্ষুদ্র যতসব প্রতিভা।
নির্যাসহীন ফলগুলোর চাকচিক্যে আমি আজ আর আমি নেই।

তারপরও অনুতাপ নেই, ভাঙা গড়ার খেলা থেমে নেই একটুও!
উইপোকাগুলো উড়ে যাক হালকা ডানায় ভর করে পাখিদের ঠোঁটে,
ভয় নেই; ক্ষয় আছে, তা নাহলেও শেষমেশ মহাপ্রলয় তো আছে...।



রচনা---- ১৮/১২/২০১৪ইং
© জুয়েল