হয়তো ফিরবো আরেকদিন সন্ধ্যে
পৃথিবীটা সেদিনও কি অন্ধ থাকবে?
পরিচিতি খুব সহজেই ছড়াবে পুরো পৃথিবী
যদি অন্তর্বাস পরে ঘুরে বেড়ায় মানবী!
বড্ড আধুনিকা খোলামেলা তরুণী
নয়তো সেকেলে আজও আমরা।
কার কাছে মাথা তুলে দাঁড়াবো,
প্রশ্ন ছুড়ে মারি কার দেয়ালে?
উত্তরহীন চারদিক ভীষণ অন্ধকার......
কারাবাস বড় প্রিয় আমার।
সুখ্যাতি ছড়াবে উষ্ণ মানবী!
দৃষ্টির ভাঁজে ধরা দেয় ভুল
নীরবে গিলে নিই,
উচ্চারণের সাহস নেই।
তুমি অহংকার করো কেন অনাবৃতা?
দেখেছিলে কি কখনও
তোমার প্রতিবিম্ব কী ভয়ঙ্কর আয়নায়!
জানি
লজ্জা কার চোখ বেয়ে হারিয়ে গেছে সেদিন।
শুনেছি আমি এক ভয়ানক স্বপ্ন
ঘুমন্ত মানুষের বেঁচে থাকার তাড়না।
© জুয়েল