এখন আর আদর্শ বলে কিছু নেই
চারপাশ পণ্য হয়ে উঠছে দ্রুত

বন্যরা পাচ্ছে আজকাল পরমাত্মীয়ের মর্যাদা
কৌলেয়ক কেড়ে নিচ্ছে মাতৃক্রোড়ের অধিকার

অক্টোপাস পাতাচ্ছে সাম্রাজ্য
দ্রুত রং পাল্টাচ্ছে গিরগিটি

দরজার ওপারে দাঁড়িয়ে আছে ডোরাকাটা সাপের খোলস
টিকটিকির বিষাক্ত লেজ ছুঁয়ে যাচ্ছে সব থালার খাবার

শরীর জুড়ে ঘুরে বেড়াচ্ছে ট্যাটুর দল
ছেড়া জিন্স নেমে যাচ্ছে কটিদেশ ছেড়ে

ডাড়িকাটা ক্রীমের বিজ্ঞাপনে বুলি আওড়াচ্ছে লাস্যময়ী মানবী
কিশোরের মস্তিষ্ক গ্রাস করে নিচ্ছে ইউটিউবের দূরারোগ্য ব্যাধি

অন্তর্জালিক প্রেম গিলে নিচ্ছে সুখ
স্বাধীনতা উড়ে বেড়াচ্ছে আকাশ ঘেঁষে

ভিক্ষাপাত্র থেকে কর তুলে নিচ্ছে আধুনিকতার সুশ্রী মুখোশ
তাজারক্তে কে বা কারা খেলে যাচ্ছে প্রতিদিন অসময়ের হোলি

ভাঙা আয়না ফিরিয়ে দিচ্ছে অসংখ্য মুখ
জাটিঙ্গায় বাড়ছে শুধু পাখিদের আত্মহনন

কুমারত্ব পরীক্ষায় এখনও উদাসীন কেন চিকিৎসা বিজ্ঞান?
ফুলদানি থেকে কখনও সুবাস ছড়াবেনা জানি কৃত্রিম ফুল।


রচনা--- ১০/১২/২০১৪