রোদচশমা গিলে নিচ্ছে চারপাশের সূর্যালোক
নষ্ট আত্মার অনুভাবে গতি বাড়াচ্ছে শম্বুক
অসময়ে নেমে আসছে ধূসর অন্ধকার
অনুতাপহীন যত অপকর্ম গাইছে কেবল মুক্তির গান
অভিশপ্ত অভিসারেরা করছে শুধু প্রেমের অনুসন্ধান
কামসন্ত্রাস কেড়ে নিচ্ছে কিছু ফুলশয্যার অধিকার!
উইপোকার ঢিবি ঢেকে দিচ্ছে সব উদ্দীপ্ত মানবতা
কর্দমাক্ত উত্তেজনা শোষে নিচ্ছে দৃষ্টিশক্তির স্বচ্ছতা
আত্মসংস্কারের অগভীরতা বাড়িয়ে দিচ্ছে অহংকার
পথ ধরে হেঁটে যাচ্ছে বিপন্ন পথিকের পদচিহ্ন
ঘরমুখো পাখিদের ঠোঁটে ভেসে বেড়াচ্ছে সায়াহ্ন।
তবুও প্রান্তিকতার অবসাদে দাঁড়িয়ে আছে পারাবার?
রচনা -- ০৭/১২/২০১৪