শখের বসে যেদিন হল ঘড়ির কাঁটা চেনা,
সেদিন থেকে দেখি কত জীবন থামে সময় থামে না।
চলছে সময় দিনে রাতে বয়সটার সাথে
বাড়ছে বয়স ক্লান্তিতে তাই থামি পথে।
ক্লান্তি নেই সময়ের ক্লান্তি শুধু জীবনের,
একটুতেই ঘিরে ধরে দোষ মাঝ বয়সের।
বয়স সে তো ফেলে আসা সময়েরই নাম,
ফেলে আসা ছেলেবেলা হাজার সংগ্রাম।
সংগ্রাম দিনরাত শুধু বাঁচার আশায়,
তারই ফাঁকে মন মাতে চাওয়া পাওয়ায়।
চাওয়া গুলো বাস্তবে আসে ভিন্ন রূপে,
তাই শুধু অভাবে থাকি সারাক্ষণ ডুবে।
তবুও জীবন চলে এসব কিছু ভুলে,
আলো আঁধার একসাথে মিলে ঝুলে।
কে থাকে আঁধারে আর কে বা আলোতে,
আসে যায় না সময়ের এসব কিছুতে।