কেউ কারো নয় সব ভুল পরিচয়,
যায় দেখে যায় দেখে যায় যে সময়।
হবে ভাঙা গড়া যতই দাও পাহারা,
রবে সাক্ষী শুধু ওই চাঁদ সূর্য তারা।

জানলার ওপাশ কালো আকাশ,
কালো মেঘেতে জলের বসবাস।
ভাঙে মেঘের ঘর আর নিরবে জল,
ক্ষণিকেই হয়ে যায় ধূলোর সম্বল।

চোখের আড়ালে মনের দেয়ালে,
কত রঙের আঁকা স্বপ্ন খেয়ালে।
জড়ায় কাঁটাতার নেমে আসে আঁধার,
হারায় একে একে সকল আলোর দ্বার।