একা রাস্তায় ঘুরিফিরি
নেই কোনো হুরোহুরি,
স্বভাব আমার ভবঘুরে
মনকে তাই দিয়েছি ছেড়ে।
ফুটপাত দিয়ে ধিরে ধিরে
মাঝরাত হলে ফিরি ঘরে।
বাবা বলে চাকরি কর
না হয় আমার ব্যবসা ধর।
বলি আমি বোকাসোকা
ব্যবসাতে খাবো ধোঁকা,
আর চাকরি কি হাতের মোয়া
ডিগ্রি ছাড়া যাবে পাওয়া!
শুনে রেগেমেগে বাবা তাই
রাতে বলে খাওয়া নাই,
আমার শুধুই পাচ্ছে হাই
খিদে পেটেই শুতে যাই।
শুয়ে শুয়ে ভাবি একা
আছে তো একটা প্রেমিকা,
আর সেই তো হবে আমার টাকা!
হবো আমি ঘর জামাই
সাথে পাবো শশুর মশাই,
আর লজ্জা কি বলতে তাই
সেটাই তো আসল কামাই।