স্বামী স্ত্রী
দুজনাতে
আছে তারা
একসাথে।
পিচ্চিটা
কোলে মার,
কাধে আছে
শোয়ে তার,
দুজনাই
বসে আছে
সিট বেল্ট
বাঁধা আছে।
জ্যামে পড়া
গাড়িটা
ধীর ধীর
গতিটা
থেমে থেমে
চলছে,
ল্যাম্পপোস্ট
নীল আলো
পথে পড়ে
গলছে।
স্বামী আছে
চুপচাপ,
নেই কথা
উত্তাপ
হাতে ধরা
আছে ফোন
বাজে নাই
রিংটোন।
তবু দেখো
চোখ তার,
ফোন স্কিনে
বারবার,
মুখে কোনো
কথা নেই,
হাত দুটি
থামা নেই।
লিখছে তো
লিখছে,
চ্যাটাচ্যাট
খেলছে।
বউটাও
আছে চুপ
নেই কথা
তছরুপ,
বুকে শোয়া
পিচ্চি
এই আগে
বলচি।
তবু দেখো
তার হাতে
ফোন ধরা
আছে সাথে,
চোখ হাত
ব্যস্ত
ফোন মাঝে
ন্যস্ত।
লিখছে সে
অবিরাম
খেলতেছে
চ্যাটারাম।
কার সাথে
এত চ্যাট?
বুঝে নাও
বুঝো দ্যাট?
এই হলো
এই যুগ,
অবদানে
ফেসবুক।
২৩ নভেম্বর ২০১৯ রাত ৯:১৭