অপেক্ষায় আছি,
অনেক্ষণ ধরেই অপেক্ষা করছি
প্রতীক্ষাও আছে অল্প একটু
কিন্তু...
যার জন্য এতো অপেক্ষা
তার এখনো দেখা নেই।
সত্যিই তার দেখা পাওয়া যাবে কিনা?
সেটাও জানা নেই।
হয়তো আসবে, আবার হয়তো না।
তবুও তার অপেক্ষায় আছি
কেবল তারি জন্য অপেক্ষা করছি।
সেই সকাল থেকে অপেক্ষা শুরু করেছি
এখন বাজে বিকেল চারটা,
একটু পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে
সন্ধ্যার পর রাত আসবে
চারপাশের সব কোলাহল হারিয়ে গিয়ে
খানখান নীরবতা আসবে।
হয়তো আরো অনেকেই আসবে,
কিন্তু...
সে কি আসবে...?
আসবে বলে সে কোনো কথা দেয়নি,
আমি যে তার অপেক্ষায় আছি
এটাও তাকে জানানো হয়নি।
একবার জানাতে খুব ইচ্ছে হয়েছিল
কিন্তু পরে কেন জানি আর জানানো হয়ে উঠেনি।
তারপরেও অপেক্ষায় আছি।
একটু না হয় থাকি অপেক্ষায়...
আচ্ছা প্রিয়ে! তুমি কি সত্যিই আসবে না?
মন দিয়ে কি হৃদয়ের ডাক একটুও শুনতে পাওনা...?
নাকি শুনতে পেয়েও শুধু শুধু অপেক্ষায় রাখবে...?