নিশুতি রাতে দুচোখে ঘুম নেই,
আমি একা জেগে থাকি
জেগে থাকে আমার সাথে আকাশের তারা
সোনালী চাঁদ আর...
জেগে থাকে মেঘেরা, তাদের চোখেও ঘুম নেই।
রাতের নীরবতায়-নিস্তব্ধতায়
আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায়।
খোলা আকাশের নিচেে
আমার এই ছোট্ট কুঠুরিতে
সফেদ জানালার কাচ গলে
চাঁদের মায়াবী আলো ভেসে আসে,
আমি জেগে থাকি
আমার সাথে জেগে থাকে ঝোনাকির দল
চাঁদের আলোয় ভেসে ভেসে তারা লুকুচুরি খেলে।
ধীরে ধীরে রাত গভীর হয়
প্রকৃতির কোলাহলে ঝিম ধরে
পশ্চিম আকাশে চাঁদ মিলিয়ে যেতে শুরু করে
কিন্তু আমার চোখে ঘুম আসে না
আমি জেগে থাকি...
আমার সাথে জেগে থাকে কিছু দুষ্ট মশা
তারা কানের কাছে ভন ভন করে
আবার কখনো হুল ফুটিয়ে রক্ত শুষে নেয়
কিন্তু আমি তা টের পাই না
আমি তাকিয়ে থাকি বাইরের প্রকৃতির দিকে
আমার সামনে ভেসে উঠো তুমি
তোমার কাজল কালো চোখ
হালকা লিপিস্টিকের আবরণে ঢাকা ঔষ্ঠ যুগল
আর তোমার দুষ্টামি ভরা মিষ্টিকুমড়ো হাসিি
আমি তাকিয়েই থাকি
তন্ময় হয়ে যাই তোমাতে
মশাদের উৎপাত টের পাই না।
রাতের গভীরতা ফুরিয়ে কখন সকাল এসে পড়ে
তাও টের পাই না।
আমি জেগে থাকি
আমার সাথে জেগে থাকে তোমার কায়া
আর সবাই হারিয়ে যায় ঘুমের অতলে।