আমি একটা
দুঃখি মানুষ
দুঃখ করি
ফেরি
দুঃখ নিয়ে
পথেঘাটে
রাত বিরেতে
ঘুরি।
মানুষ যখন
সুখের ভেলায়
মহাসুখে
ভাসে,
আমার তখন
দুঃখ কেবল
বানের স্রোতে
আসে।
কিনবে নাকি
দুঃখরে ভাই
একটুখানি
দুঃখ
দুঃখের ভারে
হৃদয় ছাড়াও
মেজাজ আমার
রুক্ষ।
তপ্ত গরম
নোনাজলে
অশ্রুচোখে
ভাসি,
ফোঁটায় ফোঁটায়
দুঃখ গড়ায়
সকাল দুপুর
নিশি।
দুঃখ হবে
দুঃখরে ভাই
কিনবে নাকি
দুঃখ
দুঃখ বেচে
ফেরি করে
নিতাম একটু
সুখ্য।
আমি একটা
দুঃখি মানুষ
দুঃখ করি
ফেরি
দুঃখ নিয়ে
পথেঘাটে
রাত বিরেতে
ঘুরি।

১৮ ই আগস্ট ২০২০