বাড়ির পাশে ফুল বাগানে
লাগছে এ কী মেলা!
ওঠ রে খোকা দেখবি কত
করছে অলি খেলা।
বকুল জবা গোলাপ বেলি
নানা ফুলের হাসি,
দেখতে হলে ওঠ রে ত্বরা
ঘুম হলো যে বাসি।
জুঁই শেফালি হলুদ গাঁদা
ফুটছে কত ফুল!
আসছে অলি নাচছে গানে
দিচ্ছে হেলে-দুল!
ফুলের বাগে ফুল কুড়িয়ে
গেঁথে ফুলের মালা,
গলায় দিলে ফুলের মালা
লাগবে তোরে ভালা।