রাত পোহালো এবার জাগো
হলো এখন ভোর,
অলস ঘুমে আর থেকো না
খোলো এখন দোর।

আজান ধ্বনি শুনছ তবু
আর ঘুমাবে কত?
প্রভুর তরে সিজদা করো
শিরটা করে নত।

এই জীবনে পাপ করেছো
হাজার শত-শত,
থেকে না আর ঘুমিয়ে তুমি
কুঁড়ে লোকের মতো।

পাপের বোঝা হালকা করো
উঠে নামাজ পড়ে,
ক্ষমার আশা করতে পারো
নয়ন বারি ঝরে।