মুমিন বান্দা শিরক কুফর
দেখলে থাকে দূরে,
ভণ্ড পীরের আসর জমে
খণ্ড গানের সুরে।
সহজ-সরল বোকা মানুষ
পড়ে তাদের ফাঁদে,
সিজদা করে পীরের পায়ে
ভক্ত হয়ে কাঁদে।
ঈমান হারা হচ্ছে তারা
শিরক করার ফলে,
সত্য পথের দিশা হারায়
পাপের পথে চলে।
ভণ্ড পীরের অসৎ কর্মে
খোঁজে তারা শান্তি,
জানতো যদি দ্বীনের রীতি
কাটত তখন ভ্রান্তি।
মুমিন বান্দা পীরের কাছে
শির করে না নত,
ভণ্ড পীরের মুরিদ পাবে
খুঁজলে শত শত।