সুখ থাকে না ঘরের কোণে
খুঁজছো তারে রোজ,
ক্ষুধার জ্বালা পাইছে যারে
দাওনা তারে ভোজ।
পরের হিতে খুঁজতে যদি
আপন মনে সুখ,
সুখের দেখা পেতে তখন
রইতো না'তো দুখ।
এতিম শিশু দেখলে কভু
দিতে পারলে ঠাঁই,
মনের কোণে সুখ জমিবে
সত্যি কথা ভাই।
দুখ বিষাদে থাকলে লোকে
দাঁড়িয়ে যাও পাশে,
দেখতে পারো সুখের দেখা
একটু কাছে বসে।
সুখের পিছে ছুটলে কভু
দেখা মেলে কি তার?
বিষাদ মনে অঝোর কেঁদে
ছাড়া যায় না ভার।