সুবোধ ছেলেরা সদা কথা বলে কম
কাজ করে নিজ জ্ঞানে শেষে নেয় দম।
আপনার ভালো কিসে ভাবে তাহা মনে
ভালো রয় সব লোক কোন উপাদানে।
ভাবে তারা দুটো বাহু বিশ্বের সমান
বোকারা পিছিয়ে পড়ে করে শুধু ভান।
সুবোধ ছেলে হয় না চাকরির দাস
হাঁস গরু মুরগির করে মাছ চাষ।
কেহ করে কৃষি কাজ ফলাতে ফসল
আম-জাম লিচু কলা চাষ করে ফল।
সুবোধ ছেলেরা কভু হয় না বিফল---
হতাশার বেড়াজালে হয় না অতল।
উদ্যোক্তার হাল ধরে রাখে মনে আশা
জীবন গঠন করে থাকে তারা খাসা।
ব্যবসা-বাণিজ্য করে হয় তারা বড়
ছোট-বড় শিল্প গড়ে রোজগার কর।