ধান গম ফুল ফল
স্রষ্টার দান,
গাছপালা দেখে সদা
জুড়ায় এ প্রাণ।

ধান গম আলু নিয়ে
সব লোকে খাই,
রব দেন তাই খেতে
এই সব পাই

প্রভাতের রোদে হয়
ঝলমলে ধরা,
পাখি ডাকে বায়ু বয়
নাই তাতে জরা।

দিন যায় রাত আসে
চালিকায় রব,
অনিয়ম নাই কোনো
চলে ঠিক সব।

খালবিল নদীনালা
স্রষ্টার হাতে,
প্রাণিকুল বেঁচে থাকে
সুখ ভোগে মাতে।