প্রিয় বধূ কাছে এসে কানে কানে কয়
তুমি ছাড়া আমি একা লাগে জ্বালাময়।
হাসিমুখে কথা কয় কানে মুখ রেখে
হাতে হাত রেখে দেয় মুখ খানা দেখে।
বলে অতি কাছে এসে তুমি খুব ভালা
তুমি দূরে গেলে পরে কেন বাড়ে জ্বালা?
ঠোঁটে ঠোঁট রেখে দিয়ে পাশে শুয়ে রয়
খুনসুটি চুট কথা মজা ময় হয়।
প্রেমের পরশ ছোঁয়া দোলা দেয় মনে
হাসিমুখে আসে সুখ বহে সেই ক্ষণে।
অধীর বিষম জ্বালা কি যে দিশাহারা
বলি কি উপমা দিয়ে দিশা গদি ছাড়া।
মনোহরা কি যে খরা প্রেমে ভরা সুধা
হৃদয়ে পুলক জাগা মনে বাড়ে ক্ষুধা!
সারারাত ঢলাঢলি হর্ষে কাটে বেলা
ঘুমহীন রাত কাটে ছাড়া অবহেলা।
কী যে শিহরণ মনে! লাগে নেশা নেশা
সাগরে হারিয়ে যাই বেসামাল দশা!
ফুলের বিছানা আছে হয়ে স্মৃতি মাখা
অনন্ত বাঁধনে আছে যতনে তা রাখা।