নীল কণ্ঠের বিষম জ্বালা
বিরহে রাত কাটে,
পরাণ সাথী চলছে রথে
সুজন মাঝির ঘাটে।

স্মৃতির পাতা কালির দাগা
কষ্ট বাড়ায় শুধু,
জীবন তরীর শেষের বেলা
মরুভূমির ধূ-ধূ।

নিঃসঙ্গতার পীড়ন যাতায়
গাঁথা প্রেমের মালা,
ফাগুন হাওয়া পুড়ছে বুঝি
অন্তর পোড়া জ্বালা।

ব্যর্থ প্রেমের পাগল প্রলাপ
ডাকি যারে গানে,
সে বোঝে না জীবন মর্ম
অন্তর পোড়া মানে।

বিষের মতো বুকের জ্বালা
স্মৃতির পাতা মিছে,
কণ্ঠ পোড়ায় দুখ দীর্ঘশ্বাস
ঘুরছি স্মৃতির পিছে!