জীবন শেষে চলব আমি
অচিন দেশে একা,
যাবার বেলা রেখে যাবো
তোমার স্মৃতি রেখা।

আমার কাব্য পড়বে তখন
রইবে তোমার কথা,
মনের আশা রইলো মনে
নীলকণ্ঠী কী ব্যথা।

পৃথিবীতে খুঁজলে নাতো
স্বপ্ন যোগে এসো,
ফোটার আগে ঝরা ফুলকে
একটু ভালবেসো।

তোমার কথা বলছি আমি
কাব্য পাতায় লেখে,
মরার আগে একদা এসে
যেয়ো আমায় দেখে।

তোমার জন্য এই জনমে
লেখছি কত লেখা,
মরার পরে হয় যেন গো
তারার দেশে দেখা।