আঁধার কেটে আরব দেশে
যখন এলো নবী,
জাহেল যুগে করতো লোকে
বর্বরতা সবি।

সেই যুগেতে মানব জাতি
ছিল ভুলের পথে,
মানব ছিলো পশুর মতো
মিল ছি লোনা মতে।

সেই সময়ে দয়াল খোদা
নবী পাঠান ভবে,
তাঁর পরশে এসে মানুষ
পথ পেয়েছে সবে।

নবীর কাছে আসতো লোকে
দ্বীনের আলো পেতে,
সঠিক পথে আসতে পেরে
উঠতো সবে মেতে।

শেষের নবী সবার সেরা
এসে ধরার মাঝে,
প্রগতি আর হকের কথা
দেখে দিলেন কাজে।