সভ্যতার এক যাঁতাকলে
কোথায় খাঁটি মাটি?
কিছুই পাই না খাঁটি।
সব জায়গাতে বিপদের আঁচ
চলছি পদে হাঁটি।

তেলে ভেজাল খাদ্যে ভেজাল
উদর ক্যামনে ভরে,
ভুখায় মানুষ মরে।
ধনিক মানুষ নদ ভাঙ্গনে
বাস করে আজ চরে!

সবজিতে বিষ পুকুরে বিষ
সবখানে বিষ দিলে,
মানুষ খাবে গিলে।
এই পৃথিবীর সকল মানুষ
বাঁচবে ক্যামনে মিলে।

বিলীন হচ্ছে পাখির বংশ
পরিবেশের অংশ
প্রাণীকুলের ধ্বংস।
সবুজ বনের উদ্ভিদ জগৎ
রইবে না আর কংস।