বাহ্যিক রূপে পাগল হয়ে
কেউ করো না ভুল,
ভুলের পরে মাসুল গোনা
কাঁটার মতো শূল।
মরিচ গাছে মরিচ ধরে
স্বাদে অনেক ঝাল,
কাঁচা কিংবা পাকা মরিচ
সবুজ কি'বা লাল।
রঙ বদলে যায় না কভু
মনের কোন দোষ,
হোক না কেহ উকিল সাধু
ধনী কিংবা ঘোষ।
কাজের বেলা দেখব সদা
সবার আগে মন,
মানুষ রূপে যাদের দেখি
না দেখে তার ধন।
স্বভাব গুণে বিচার করি
হোক না সে, যে-জন,
খারাপ ভালো এই জগতে
ওহে মানব-গণ।