সত্য প্রেমী আত্মা
আব্দুল ওহাব
তারিখ : ৩০.১২.২৪
সত্য প্রেমী আত্মা থাকে, ঈশ্বর প্রেমে ভাস্বর
বাহ্যিক রূপ না দেখে অন্তর দেখে ঈশ্বর।
মানব ভালবাসা এনে দেয় অন্তরে অমৃত সুখ
জাত-পাত্র দণ্ডিত হোক দণ্ডিত হোক দুখ।
কাকে ঘৃণা করে তুমি মারতে তুলছো লাথি?
হয়তো তারই বুকে আল্লাহ থাকে দিবারাতি।
বাহ্যিক রুপে হলেও সে ফকির বা মিসকিন
অন্তরে বাজে হয়তো আসমাউল হুসনা বীঁণ।
জীর্ণ-শীর্ণ বস্ত্রহীন উম্মাদে করো না অবহেলা
সুখী দুখী ভুখী বানানো এ-তো প্রভুর খেলা।
আহম্মদ! রাজা-বাদশা হয়ে ভাবছো মহীয়ান!
বিজলী বেগে চূর্ণ হবে দর্পিত প্রাসাদ খানখান।
যতই বলো না, মানুষের চেয়ে বড় অন্যথা নাই
এক মানুষ অন্যের কোন না কোন ভাবে ভাই।
আদম থেকে আজ অবধি দেখি যত ধর্মজাতি
চিনি বা না চিনি আসলে একে অন্যের জ্ঞাতি।
রসূল মুহাম্মাদের বাণী মানে না কোন মুশরিক
স্রষ্টার কুদরত বোঝেনা মুর্খ, কুড়াতে ব্যস্ত ধিক্।
মাটির তৈরি মূর্তিতে ঈশ্বর খোঁজে মূর্খ লোক
মৃত্যুর পর তাদের প্রাপ্তি হবে হাহাকার শোক।