জেনে রেখ  মিথ্যা বলে জিতে যায়নি কেউ
তবু মানুষ মিথ্যা বলে হয়ে মিথ্যার দাস
মানুষ বলে মিথ্যা কথা প্রাণী সেজে ফেউ।

মিথ্যা কথায় ধ্বংস আসে খুন খারাবি হয়
মিথ্যার জন্য এ জগতটা হবে একদা লয়।
মিথ্যার জন্য ঝগড়া-বিবাদ হবার আছে ভয়।

মিথ্যা কথা রাষ্ট্র সমাজ ধ্বংস করে দেশ
ব্যক্তিত্বহীন মানুষ হলে মান করে দেয় শেষ
সত্য কথা আঁকড়ে ধরে থাকতে পারো বেশ।

মিথ্যা বলা মহাপাপ আল হাদিসের কথা
জালিম সম্মুখ সত্য বলা মহা ভালো কাজ
বিপদ-আপদ সকল বেলা সত্য বলি যথা।

মিথ্যা কথা বললে দেখো হারায় মনের বল
তাও-তো মানুষ মিথ্যা বলে করে শুধু ছল।
সত্য বলে দেখো রে ভাই মেলে ভালো ফল।

মিথ্যা বলা মানুষজন থাকে না তো ভালো
মিথ্যা হলো সহজ গুনাহ জীবন আঁধার হয়
বর্জন করো মিথ্যা সব জগৎ করে আলো।