নিশ্চয়ই আল্লাহ আমার রব তোমাদের ও রব
আমরা তাঁরই ইবাদত করি, তিঁনি মোদের সব।
এটা হলো সিরাতুম মুস্তাকীম, সুদৃঢ় ঋজু পথ
মুসলিম হয়ে মানব না মানব তৈরি অন্য মত।

সত্যে অনুগতে ঐক্যবদ্ধ থাকা আল্লাহর নির্দেশ
পরস্পর বিচ্ছিন্ন হয়োনা কভু হয়োনা নিরুদ্দেশ।
এ নির্দেশ সত্ত্বেও উম্মতে মুহাম্মাদী হবে বহু দল
সত্যে প্রতিষ্ঠা ব্যতীত অন্য সবে যাবে রসাতল।

সত্যের পথ হচ্ছে নবী মুহাম্মদ (সঃ) এর আদর্শ
ভুলের পথে চলব না, মানব না শরিকী মতাদর্শ।
অনুসরণ করব সরল পথ, সাহাবীগণের দর্শন
সাহাবীর আদর্শ ছিল মহানবীর (সঃ) অনুসরণ।

রাসূলের (সঃ) এর দেখানো পথটি করি বিশ্লেষণ
সাহাবীগণ হলেন, সত্য সরল পথের অনুশীলন।
যুগ-যুগান্তর উম্মতের মধ্যে রবে সাহায্যপ্রাপ্ত দল
যাঁরা সর্বদাই সত্যে প্রতিষ্ঠিত রবে হবে নব বল।

কিয়ামত অবধি তাঁরা সত্য থেকে বিচ্যুত হবেনা
ইলমে নববীর ধারক প্রতি প্রজন্মের নেকবানরা।
পূর্ববর্তীদের অনুসরণে খুঁজে পাই সে পথের দিশা
সত্যের পথে অবিচল থাকলে সরলে পাই ভিসা।