সরিষার ক্ষেতে কুসুমের হাসি
গালিচা শোভায় আসে,
হলুদিয়া রঙ শাড়ির আঁচলে
সরিষার ফুল হাসে।

কীট-পতঙ্গরা উন্মাদ রূপে
দলে দলে সব ছোটে,
প্রেয়সীর সাথে প্রেমের বাঁধনে
চুটিয়ে বাসনা লোটে।

গালিচার উপর মিলনের ধারা
হেরিলে হৃদয় ভরে,
কুয়াশায় ভেজা শিশির বধূয়া
দোলাদুলি করে ঝরে।

সূর্যরশ্মিতে আকাশ হাসিলে
প্রাণী কূল পায় আলো,
কুয়াশার চাদরে প্রকৃতি ঘুমায়
দিনের বেলাতে ভালো।

হলদে বরণে উড়ানি বিছানো
যেন বসুধা গাঁয়ে ,
অপরূপ শোভায় চিত্ত পরশে
হাতছানি দেয় মায়ে।

আপন রুচিতে বায়ুর দোলনে
মনোহরা এক রূপ,
প্রকৃতির রূপে শোভিত ভূবন
কোলাহল যেন চুপ!