ছলনার রঙ মেখে সাজো যদি সঙ
ঝড় বায়ু উড়ে দিবে হয়ে যাবে চঙ।
এলোমেলো হয়ে যাবে বাস করা ঘর
ছলনার ফলাফলে এসে যায় ঝড়।
ছলাকলা করে কেউ পায় না'তো পার
ছলনার ফলাফলে বাড়ে পাপে ভার।
অভিসার ছল হলে হয় তার নাশ
বাঁচবার তরে সেই পায় না'কো শ্বাস।
ছলাকলা করে যেই শেষ করে বেলা
প্রয়োজনে পায় না সে সমাধানে চেলা।
ছলনার ফল নিয়ে মেলে না রে সুখ
শেষ বেলা জোটে তার অতি গাঢ় দুখ।
আজ যেই দিন আসে কাল হয় রাত
অপ কাজ ফিরে এলে হবে উৎখাত।
সব কাজ ফিরে আসে দিতে তার ফল
ছল কাজ ফল দেয় চোখ পচা জল।