তিমির রাত্রি ভোর হচ্ছে না
জল তরঙ্গে ফেরি,
পারাপার কী জট লেগেছে
প্রভাত কত দেরী?

জল তরঙ্গের ভেল্কিবাজি
পাল গেল কী ছিঁড়ে?
উথাল-পাতাল ঢেউ পেরিয়ে
ফিরব কী আর নীড়ে?

ঊষার আলো ফুটবে ভেবে
আছি নয়ন মেলে,
চলছলাছল ঢেউ কলতান
শুনতে কি ভাই পেলে?

শুক্র তারা চোখ মেলাবে
হাল ছেড়ো না রেগে,
তিমির রাত্রি শিশির ভেদে
পাল টেনে দাও বেগে।

কোন গাফলতে পথ ভুলেছ
কোন খেয়ালের ভুলে,
ভুলের পথে চললে ও ভাই
নাও ফেরে না কূলে।

জল তরঙ্গের হাহাকারে
ভয় পেয়ো না জলে,
পাতলা পালে নৌকা দোলে
ডোবে সাগর তলে।