শৈশব কালের মধুর স্মৃতি
যায় না ভোলা খাঁটি প্রীতি
বারবার মনে পড়ে,
খুঁজছি বনে কদমের ফুল
শাপলা বেলী বানিয়ে দুল
নিয়ে আসছি ঘরে।
ছোট বেলার খেলার সাথী
ছিলাম যেথা খেলায় মাতি
গাঁয়ের ভিটা মাঠে,
দুপুর বেলায় নদীর ঘাটে
সবাই যেথা সাঁতার কাটে
কালুর খেয়া ঘাটে!
মধুর ছিল ছেলেবেলা
লুকোচুরি বৌচি খেলা
সবার মুখে হাসি,
চল্ না সবে আবার গাঁয়ে
মাটির পথে খালি পায়ে
একটু ঘুরে আসি।