ঊনিশ শত বায়ান্ন সাল
ফেব্রুয়ারি মাস,
স্মরণ করি প্রতি বছর
রক্তে ভেজা লাশ।

ছাত্র সমাজ রক্ত দিয়ে
করলো ভাষা দান,
আমরা সবে শ্রদ্ধা করে
রাখি তাদের মান।

ভাষার তরে লড়াই করে
শহীদ হলো ভাই,
দেশের তরে তাদের মতো
শহীদ হতে চাই।

গর্ব মোদের শহীদ স্মৃতি
উঁচু তাদের শান,
মায়ের ভাষা আমার বুলি
মুখেতে গাই গান।

যাদের ত্যাগে বলছি কথা
আমরা সবে রোজ,
গোরস্থানে সবাই যেয়ে
নেবো তাদের খোঁজ।