স্বদেশ মাটি সোনার মত
আঁকি নানান ছবি,
রং তুলি নাই মন কলমে
আঁকতে পারি সবি!
দিন-দুপুরে হাটের মানুষ
হেঁটে চলে হাটে,
নদীর জলে নৌকা চলে
মাঝি থাকে ঘাটে।
রোজ সকালে কৃষক সবে
যায় ফসলের মাঠে,
গাঁয়ের বধূ বাড়ির কর্তা
ধোপা পুকুর ঘাটে।
উঠোন ঘেঁষে ডালিম গাছে
দোয়েল পাখি নাচে,
বাকুম ডাকা পোষা পায়রা
উড়ে আসে কাছে!
এমন ছবি নয়'কো কেনা
সবার আছে জানা,
বাগ-বাগিচায় উড়লে পাখি
কেউ করে'না মানা।