শিক্ষক গুরু আজব মানুষ
শ্রেষ্ঠ মহান পেশা,
পরের শিশু মানুষ বানায়
ব্যর্থহীন এক নেশা।

আপন জ্ঞানের প্রদীপ জ্বেলে
আলো ছড়ান ভবে,
তাঁর পেশাকে শ্রদ্ধা জানাই
আমরা মানুষ সবে।

শিক্ষা গুরুর শিক্ষা ভাষণ
শিশু তোষণ ছাতা,
এই জগতে তাঁদের আসন
সব উপরে পাতা।

পিতার পরেই মর্যাদা যার
থাকে শিরে গাঁথা,
শিক্ষক থাকে সেই আসনে
বিবেক জাগা খাতা।

শিক্ষক স্বভাব বদান্য ভাব
জ্ঞানের গুণে ধনী,
এই পৃথিবীর সকল মানুষ
তাঁর নিকটে ঋণী।