ভুলের পথে পা বাড়ালে
দুঃখ এসে জোটে,
কেউ ছুটব না কোন কাজে
শিক্ষা ছাড়া মোটে।

কাজের আগে শিক্ষা নিলে
কাজটি হবে পাকা,
না বুঝে কাজ করলে তুমি
ফলটি পাবে ফাঁকা।

সুশিক্ষার ভাই শিক্ষা নিয়ে
চললে ধরাতলে,
সব কাজেতে সফল হবে
যায়না রসাতলে।

সঠিক পথে চললে তুমি
জীবন হবে ধন্য,
কুশিক্ষাতে সমাজ মাঝে
অমানুষ হয় গণ্য।

শিক্ষা হলো চেতনা আর
বেঁচে থাকার আলো,
শিক্ষা ছাড়া জীবন পথে
হয়না কারো ভালো।