আয়রে খোকা আয়রে খুকী
ফুল বাগানের তলা,
শিউলি বকুল ফুল কুড়াবো
হয়নি তোদের বলা।

শরৎ কালের ফুল ফুটেছে
শিউলি গাছের তলে,
শাপলা বকুল টগর জবা
পদ্ম পুকুর জলে।

ছুটবো সবে ফুল বাগানে
ফুলের ডালি নিয়ে,
শিউলি ফুলের মালা গেঁথে
ছুটবো গলায় দিয়ে।

ঐ দেখো রে নীল আকাশে
শুভ্র মেঘের ভেলা,
আজকে সবার খেলাধুলায়
কাটবে সবার বেলা।

ফুল কুড়িয়ে সবাই যাবো
কাশফুলের ঐ চরে,
প্রভাত বেলা ফিরবো বাড়ি
শিউলি নিয়ে ঘরে।

ফুল কুড়াবো পা ভেজাবো
শিশির মেখে অঙ্গে,
আয়রে সবাই তাড়াতাড়ি
চলনা আমার সঙ্গে।