স্বাধীন চেতা দেশ প্রেমিকের
রক্তে কেনা স্বাধীনতা,
দেশ মাতৃকার মায়ার টানে
মানে না কেউ অধীনতা।

স্বাধীন দেশের সকল লোকে
স্বপ্ন বোনে থাকতে খাসা,
স্বাধীন হলে আকাশ বাতাস
মুক্ত সবার মাতৃভাষা।

স্বাধীন দেশে সবাই স্বাধীন
কথা বলতে নাহি মানা,
সাম্যবাদ আর শাসন নীতি
অবিচারী হয় রে ফানা।

নিষেধ বিহীন জীবন চলা
ইচ্ছেমতো কর্ম করা,
দেশের স্বার্থে জীবন বাজি
সত্য-ন্যায়ে অস্ত্র ধরা।

কারো কাজে হস্তক্ষেপ নয়
সব কিছুতে বাস্তবতা,
যা খুশি তা করলে মানুষ
জোটে শুধু অধীনতা।