আমরা কেহ নয়তো স্থায়ী
হবো দেশান্তরী,
ক্ষান্ত হলে আয়ুর বেলা
সাথে দেহের ঘড়ি।

দেহ খাবে মাটির পোকে
হাড্ডি হবে খণ্ড,
পাপ ও পূণ্যের হিসেব হবে
রূহের হবে দণ্ড।

রক্ত-মাংস পচবে ও ভাই
ছড়াবে দুর্গন্ধ,
হিংসা দম্ভ কেউ করো না
চাড়ো সকল দ্বন্দ্ব।

ক্ষণস্থায়ীর মানবজীবন
অহংকার ভাই কীসে?
যত্নে গড়া তোমার দেহ
মাটিতে যায় মিশে।

হৃদয় কুটির শুদ্ধ করে
পালন করি ধর্ম,
মানুষ হলো সৃষ্টির সেরা
বুঝি সৃষ্টির মর্ম।