অন্যের গায় হুল ফুটিয়ে হাতে দিলে তালি
আপন হাতে লেগে রয় রক্তবর্ণ কালি।
হুলের ব্যথার প্রতিশোধে করবে হাহাকার
জুলুমকারী অগ্নি রোষে পুড়ে হয় ছারখার।
দিন-রজনী মানুষ মেরে পায় না ডাকু পার
হুকুম দিয়ে মেরে তুমি দোষ দিবে ভাই কার?
সীমালংঘন করলে মানুষ পায় না কভু ছাড়
আল্লাহ দেখে জুলুমকারীর হইছে কত বাড়!
নিরীহ লোক মারো কেন হুকুম করে জাড়ি?
বিচার হলে ছাড়তে হয় নাড়ী পোতা বাড়ি।
এই জগতের কোন মানুষ মেরে ফেলে যেই
মানবজাতি ধ্বংস করে অভিশপ্ত হয় সেই।
ইতিহাসের পাতায় রয় অতীত থেকে শিক্ষা
পরের ধন হরণকারীর করতে হবে ভিক্ষা।
অত্যাচারীর ধ্বংস হয় কার না আছে জানা
ধ্বংস দেখার আগে হয় জুলুমকারী কানা।